পার্বতীপুরে ৫ মাসে ৩ হাজার নামজারি নিষ্পত্তি, রাজস্ব খাতে জমা সাড়ে ৪ কোটি

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) :
| আপডেট: ২৬ আগস্ট, ২০২৫, ০৮:৩৭ পিএম | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫, ০৭:৫৯ পিএম
পার্বতীপুরে ৫ মাসে ৩ হাজার নামজারি নিষ্পত্তি, রাজস্ব খাতে জমা সাড়ে ৪ কোটি

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে এক সাথে চার দপ্তরের দায়িত্ব পালন করছেন। মো: সাদ্দাম হোসেন নিজ দপ্তরের পাশাপাশি পার্বতীপুর উপজেলা পরিষদের প্রশাসক, পার্বতিপুর পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। যোগদানের পর থেকেই তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করে চলেছেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে উপজেলার ভূমি সেবার চিত্র পুরোপুরি বদলে যায়। সেবা গ্রহীতারা কম সময়ের মধ্যে পায় প্রত্যাশিত সেবা। গত ৫ মাসে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র পদ শুণ্য থাকায় ৩ হাজার নামজারি (মিউটেশন) নিষ্পত্তি হয়। যা প্রশাসনিক বা ভূমি-সংক্রান্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৫ মাসে নামজারি ও ভূমি উন্নয়ন কর হিসেবে ৪ কোটি ৫০ লাখ টাকা সরকারি রাজস্ব খাতে প্রদান করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন চার দপ্তরের দায়িত্ব পালনে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি গভীর রাত পর্যন্ত অফিস করেছেন। অফিসিয়াল কাজের পাশাপাশি প্রত্যান্ত গ্রামাঞ্চলে বৃক্ষরোপণে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা, ধারাবাহিক ভ্রাম্যমান আদালত, ২১ জুয়াড়ি কারাদন্ড, মেলার নামে লটারী বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছেন। 

পার্বতীপুর পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক বলেন, প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে তার প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে বলে মনে করছি। 

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, নিয়মাতান্ত্রিকভাবেই গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের দায়িত্ব পড়েছে আমার ওপর। ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও হয়রানি দূরীকরনে সর্বোচ্চ আন্তরিকতার সাথে জনগণের সেবা প্রদানের চেষ্টা করেছি। জনগণ আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করছে, এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

আপনার জেলার সংবাদ পড়তে