কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ছ'মিল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও দু'মুদি দোকানীকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ জন মিত্র এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর প্রসিকিউশনে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি অমান্যের দায়ে ভূরুঙ্গামারী মেডিকেলের পশ্চিম-দক্ষিণ কর্ণারে অবস্থিত আনিছুর ছ' মিল-এর মালিক মোঃ আনিছুর আশরেকিন বাবু (৪০) কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম লাইসেন্স প্রাপ্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখার এবং দ্রুত সময়ে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।
পরবর্তীতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী বাজারের দুই দোকানি মোঃ শাহাদত হোসেন এবং মোঃ মুসলিম উদ্দিন-এর দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং যথাক্রমে ৫০০/- (পাঁচশত) টাকা ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ অভিযানে মোট ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
মোট ৩টি মামলা দায়ের করে ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, “পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”