আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৭ এএম
আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ

আওয়ামীলীগের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি মো.কামাল উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।  মিছিলটি বীরপাকুন্দিয়া বড়বাড়ি রোডের মাস্টার কলোনি থেকে শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটমহালে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আমিনুল হক জজের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মো.কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র আবদুল কদ্দুছ, পৌর বিএনপির ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এবিএম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম্আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সজিব আহমেদ ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  ভিপি কামাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে তাদের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য করেছে। ওই সময় সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। বর্তমানে আওয়ামীলীগের দোসররা পালিয়ে থেকেও রাতের আঁধারে নানা অপতৎপরতা চালাচ্ছে। আমরা যে কোনো ধরণের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত। যেখানেই আওয়ালীলীগ ও তাদের দোসরদের অপতৎপরতা চালানোর চেষ্টা করবে সেখানেই ব্যবস্থা নিতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। 

আপনার জেলার সংবাদ পড়তে