বাজিতপুর-কুলিয়ারচর-নিকলীতে ব্যাঙের ছাতার মতো চলছে বালুর ব্যবসা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ১১:৫৪ এএম
বাজিতপুর-কুলিয়ারচর-নিকলীতে ব্যাঙের ছাতার মতো চলছে বালুর ব্যবসা

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর,নিকলী সহ আশে পাশের উপজেলা গুলোতে অসাধু ব্যাবসায়ীরা স্টিল বডি নৌকা দিয়ে বালু আনলোড করছে এবং এই বালু আনলোডের ফলে পাশ্ববর্তী ডুবে যাওয়া ধানী জমিগুলোতে পলি ও বালুর ময়লা জমে জমির উর্বরতা শক্তি কমবে বলে অভিযোগ উঠেছে। এদিকে বাজিতপুর উপজেলার বড় ব্রিজের পাশে বালু আনলোড করার ফলে কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ  রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এছাড়া এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশে পাশের এলাকাগুলোতে এসব বালু আনলোড করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে।অন্য দিকে নিকলি উপজেলার গুরই ইউনিয়নের গত কয়েক দিন আগে একবালু ব্যাবসায়ীকে রাতের বেলায় প্রশাসনের উদ্ধর্তন কর্মকতা ঐ বালু ব্যাবসায়ীকে যা জরিমানা করা হয়েছে তার চেয়ে বেশী অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ এই ইউনিয়নের অন্যান্য বালু ব্যাবসায়ীরা বালু আনলোড করছে কিন্তু তারা দেদারছে ব্যাবসা চালিয়ে যাচ্ছে। অন্য দিকে কুলিয়ারচর উপজেলার পৌর সদরে মানিকদী ব্রিজের এই পাশে ও পাশে বালির ব্যাবসা করার ফলে ব্রিজটি হুমকির সম্মুখীন হচ্ছে। এলাকাবাসী প্রশাসনকে জানালে ও কোন উদ্যোগ নিচ্ছে না বলে তাদের অভিযোগ।

আপনার জেলার সংবাদ পড়তে