জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তাদের দাবি-দাওয়ার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আনেন, তবে সচিব কমিটি দ্রুত তা সমাধান করবে।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন, শিক্ষার্থীরা যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে জমা দেন, যেখানে তারা ইতোমধ্যেই আইন-কানুন সংক্রান্ত রিসার্চ করেছে এবং প্রাসঙ্গিক তথ্য সংযুক্ত করবে, তা দ্রুত সমাধান করা সম্ভব। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আবেদন আসেনি।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়া বিষয়টি পিএসসি, জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, লেজিসলেটিভ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জড়িয়ে দেখতে হবে। এ ধরনের অন্তঃমন্ত্রণালয় সভা, যা সচিব কমিটি নামে পরিচিত, এক বা দুইটি মিটিংয়ে বিষয়টি সমাধান করা সম্ভব। তিনি বলেন, “এটা কোনো জটিল বিষয় নয়। যারা ভুক্তভোগী তারা প্রস্তাব আনলে আমরা পজিটিভলি দেখব এবং এটিকে ফেলে রাখব না।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় ৫ ঘণ্টা অবরোধ করে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে আজও (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশল শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
• নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সমমানের পদে প্রবেশের জন্য নিয়োগ পরীক্ষা এবং কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কোটার মাধ্যমে পদোন্নতি বা সমমানের নতুন পদ সৃষ্টি করা যাবে না।
• দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত হতে হবে।
• ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচিব মো. মোখলেস উর রহমান আরও বলেন, “রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই। শিক্ষার্থীরা যা চাচ্ছে তা সুন্দরভাবে মন্ত্রণালয়ে উপস্থাপন করলে দ্রুত সমাধান সম্ভব।”