কাভার্ড ভ্যান জব্ধ

সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেফতার

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৪:৪৪ পিএম
সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী গ্রেফতার

আশি হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যানটিও জব্ধ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত কেরানিহাটের উত্তর পাশে খুনী বটতল এলাকায় চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের উপর কাভার্ড ভ্যান থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক পাচারকারীরা হলো, গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদ নগর এলাকার ইউসুফ মাঝির পুত্র মোহাম্মদ হাসান ও চাপাইনবাবগঞ্জ জেলার  এনায়েতপুরের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র আব্দুল কুদ্দুছ ফাহাদ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, এসআই বেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তল্লাশী চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, "মাদক পাচারসহ সব ধরণের অপরাধের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার। এ বিষয়ে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।"

আপনার জেলার সংবাদ পড়তে