কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) আজ বুধবার দুপুরে ২০২৪-২৫ অর্থবছরে অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা দুঃস্থ ও অসহায় পরিবারদের মানবিক সহায়তার প্রদানের লক্ষ্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ১০২ বান্ডিল টিন, নগদ অর্থ ৩,০৬,০০০/- টাকা বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী বনি আমিন ও অফিস সহকারী মলয় চন্দ্র মন্ডল। এদের মধ্যে হতদরিদ্র পরিবারের সাথে আলাপ কালে যায় যায় দিন কে বলেন, তাদের ঘর বাড়ি ছিল না, বর্তমান অন্তবর্তীকালীন সরকার তাদেরকে সাহায্য করায় তারা কৃতজ্ঞ জানিয়েছেন।