ত্রিশালে ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:১৫ পিএম
ত্রিশালে ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহের ত্রিশালে রিফাত (১০) নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে পরিবার। নিহত রিফাত গফরগাঁও উপজেলার কদম রসুলপুর গ্রামের প্রবাসী আকরাম হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, ত্রিশাল পৌর শহরের ২নং ওয়ার্ডের উজানপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন প্রবাসী আকরাম হোসেনের পরিবার। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে পরিবারের ঝগড়া করার পর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবী করে পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, পৌর শহরের ইসলামী একাডেমি রোডে একটি বাসার পঞ্চম তলায় প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। তুচ্ছ বিষয় নিয়ে রিফাত স্কাফ দিয়ে বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

আপনার জেলার সংবাদ পড়তে