প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে সরকারি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:২৫ পিএম
প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে সরকারি কমিটি গঠন

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার। সাম্প্রতিক সময়ে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও লংমার্চ কর্মসূচির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (২৭ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে আট সদস্যের এ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর তানভির মঞ্জুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেবে। প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও কমিটির থাকবে।

প্রকৌশল শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন (২৭ আগস্ট) তারা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিল নিয়ে এগোলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

০১. নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ।

০২. দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ নিশ্চিত করা।

০৩. কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন পেশাগতভাবে ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) পরিচয় ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা করা।

সরকারি এই সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি আংশিক সাড়া দেওয়া হলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে