ডুমুরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৬ এএম
ডুমুরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া বিলে ধানের বীজতলা থেকে মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক রিজাউল বাওয়ালী(৩৫)’র মরদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর গুঞ্জন শােনা গেলেও পুলিশ নিশ্চিত নয়। এলাকাবাসী সুত্র জানা গেছে, উপজেলার শােভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের সরবত বাওয়ালীর ছেলে রিজাউল গত সােমবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বিলে ধানের বীজতলায়(চারা তৈরির ক্ষেত) পানি দিতে যেয়ে আর বাড়ি ফেরেনি। তবে  মঙ্গলবার সকালে ওই বীজতলার পার্শ্বেই তাকে মৃত অবস্হায় পাওয়া গেছে। এলাকাবাসী বলছে, ধানের বীজতলায় ইঁদুরের উপদ্রব ঠেকাতে খােলা তারে বিদ্যুৎ সংযােগ দিয়ে রাখা হয়েছিলাে। রিজাউল রাতে অসতর্কতা বসত সেই তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে ভােরে আমি নিজেই ঘটনা স্হলে যেয়েৃ মতদেহ উদ্ধার করেছি। কিন্তুু মৃতদেহের পাশে কােন বিদ্যুতের তার দেখিনি। তবে তার শরীরে কােন আঘাতের চিহ্নও পাইনি। ময়নাতদন্ত রিপাের্ট বা তার পরিবার চাইল আইনানুগ ব্যবস্হা নিবাে।

আপনার জেলার সংবাদ পড়তে