সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় টানা অভিযানে প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপি এলাকাসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছ আটক করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, কাশ্মীরি ওড়না, বিভিন্ন প্রসাধনী সামগ্রী (স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস ও ক্রিম, নিভিয়া সফট ক্রিম), জিলেট রেজার ও ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্তদানা ও নানা প্রকার বিস্কুট জব্দ করে।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে।”
আটককৃত মালামাল সমূহের বিষয়ে আইনগত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হয়।