সাবেক জনপ্রশাসন সচিব বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, লাকসাম-মনোহরগঞ্জের কৃতি সন্তান ড. এ কে এম জাহাঙ্গীর বলেন, আমাকে নির্বাচিত করলে বিএনপি কে তৃণমুলে সাজাবো এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবো। তিনি বলেন, সাবেক এমপি এড এ টি এম আলমগীর এবং সাবেক এমপি মরহুম (অব:) এম আনোয়ার উল আজিমের অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, লাকসাম কে জেলা ঘোষণা ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হবে। বুধবার লাকসাম বাজারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ উপলক্ষে বি এস টাওয়ারের ৩য় তলায় স্কাই লাঞ্চ রেস্তরায় আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন। ড. এ কে এম জাহাঙ্গীর বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল কমিটি সকলকে নিয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় করলে সুন্দর হবে এবং দল হবে আরো শক্তিশালী। এই সময় বিএনপি নেতা আবু ইউসুফ সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. এ কে এম জাহাঙ্গীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।