গাজীপুর-১ আসনের সংসদীয় আসনের আপিল শুনানিতে আপত্তির প্রতিবাদে বুধবার (২৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় ঝাড়ু মিছিল করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারী ভোটাররা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে ঝাড়ু মিছিল করেন।
পল্লীবিদ্যুৎ এলাকায় ঝাড়ু মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনিকা আক্তার। বক্তব্য রাখেন পারুল বেগম, রমলা আক্তার, ফরিদা পারভীন, শিল্পী আক্তার প্রমুখ।
প্রতিবাদে নারী ভোটাররা শুধু কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকা নিয়ে সংসদীয় আসন ঘোষণার দাবি জানান। সিমানার বিপক্ষে অবস্থান নেওয়ায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দেন। তারা ঘোষণা দেন, কালিয়াকৈরে তাঁর সকল কর্মসূচি প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মাঃ আনোয়ার হাসান বলেন, “দলের নির্দেশনা অনুযায়ী আমরা কর্মসূচি পরিচালনা করছি। কিন্তু একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।