আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৫, আহত ২৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ১১:২৪ এএম
আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২৫, আহত ২৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দহারের পথে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার (২৭ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটে চালকের অবহেলার কারণে। তিনি বলেন, “বাসটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই ২৫ জন নিহত হয়েছেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তবে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিনের এক জটিল বাস্তবতা। দশকের পর দশক ধরে চলা সংঘাত ও অব্যবস্থাপনার কারণে দেশটির সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভাঙাচোরা মহাসড়ক, বেপরোয়া যানচালনা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।

এর ঠিক এক সপ্তাহ আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এ বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ইরান থেকে ফেরত আসা অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু ছিল।

এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা দেশটিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরেও মধ্য আফগানিস্তানের এক মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছিল।

বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা আফগানিস্তানে সড়ক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক মেরামত ও নিরাপত্তা ব্যবস্থায় কঠোর পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে না।