ঝালকাঠিতে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা

এফএনএস (ঝালকাঠি) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ এএম
ঝালকাঠিতে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে কর্মশালা

ঝালকাঠিতে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন কৃষি বিপনন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. মুশফিকুর রহমান। কর্মশালায় জেলার ৩টি উপজেলার ৫০ জন নতুন উদ্যোক্তা অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রোগ্রামের মূল লক্ষ, উদ্দেশ্য, প্রকল্প এলাকার প্রভাব, অন-দ্য জব প্রশিক্ষণ এবং ৫টি কৃষি পণ্যের ভ্যালুএ্যাড করাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশাল কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম মাহাবুব আলম, ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কেএম নুরুদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার মো. বায়েজিদ বোস্তামী। ঝালকাঠি কৃষি বিপনন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

আপনার জেলার সংবাদ পড়তে