শিক্ষক সংকট নেই, তবু বহালের দাবিতে আন্দোলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৩:১৯ পিএম
শিক্ষক সংকট নেই, তবু বহালের দাবিতে আন্দোলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নেই তবু খণ্ডকালীন তিন শিক্ষককে বহালে অযোক্তিক আন্দোলন করেছে শিক্ষার্থী'রা।

জানা যায়,বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৬২৪জন, শিক্ষক রয়েছেন এমপি ভুক্ত ১৩জন ও সরকারী নিবন্ধনকৃত ৩জন মোট ১৬জন শিক্ষক,শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া এবং শিক্ষক সংকট না থাকায় ম্যানেজিং কমিটি তাদের আলোচনার মাধ্যমে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়,যার প্রেক্ষিতে অব্যাহতি পাওয়া খন্ডকালীন শিক্ষক'রা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাদের বহালের দাবিতে আন্দোলন করিয়েছেন।

স্থানীয় একাধিক সচেতন অভিভাবক ও এলাকাবাসী জানিয়েছেন খণ্ডকালীন শিক্ষক কামরুজ্জামান প্রধান,রুবেল শেখ ও মনির হোসেন'কে বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে  শিক্ষার্থীদের আন্দোলন অযোক্তিক তাঁরা না বুঝে অব্যাহত পাওয়া শিক্ষকদের ফাঁদে পা দিয়েছেন। 

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আব্দুল কাইয়ুম জানান, স্বল্পমেয়াদি একটি প্রকল্পের আওতায় কয়েকজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পেয়ে ছিলেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও স্কুলের স্বার্থে তাদের রাখা হয়েছিল। তবে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া এবং শিক্ষক সংকট না থাকায় তাদের প্রয়োজন নেই। তাই আলোচনার মাধ্যমে তাদের বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন বলেন,প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন খণ্ডকালীন শিক্ষক রাখা না রাখার বিষয়টি সম্পূর্ণ ভাবে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

বিষয়টি জানতে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মহসিন শিকদার বলেন,আমাদের শিক্ষার্থী সংখ্যা কমে গেছে,ফান্ড নেই তাই নিয়মের মধ্যেই ম্যানেজিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য বুধবার সকালে ওই বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা খণ্ডকালীন ৩শিক্ষকদের বহালের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে