মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন লৌহজং।
কর্মশালায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ নেছার উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় গণমান্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (ঊট) ও
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (টঘউচ)।
এসময় উপস্থিত ছিলেন সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. সাহিদুর রহমান, ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন প্রজেক্ট (ইপসা) এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির উদ্দিন, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সালমা আক্তার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি (একাংশ) শওকত হোসেন, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদ সুরুজ, লৌহজং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে সক্ষম হবে। এতে সময় ও অর্থের অপচয় রোধের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।