চাটমোহরে সোয়া কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৩:৫৮ পিএম
চাটমোহরে সোয়া কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে র‌্যাব। আটককৃত গৃহবধূ আকলিমা বেগম (৫৫) উপজেলার  ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটপাড়া গ্রামের কবির উদ্দিনের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) রাত দশটার দিকে র‌্যাব-১২ পাবনা সিপিসি-২ এর একটি দল মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় কবির উদ্দিনের বাড়ির বসত ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আকলিমাকে। পরে আটককৃত মাদক ব্যবসায়ী আকলিমাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।