চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী রুবেলকে (৩৫) গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় তার সাথে থাকা মো. মোরশেদ (২৮) নামের একজন আহত হয়েছে। এছাড়াও আজিম নামের অপর একজন গুলির শব্দে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছে।বুধবার গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়ন ৫ নম্বর ওর্য়াড হারুয়ালছড়ি ইকুপার্ক সংলগ্ন একটি বসতঘরে এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত রুবেল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে ওই সন্ত্রাসী খুন হয়ে থাকতে পারেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রুবেল পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ির একটি বসতঘরে অবস্থান করছিল। তার সাথে ছিলো মোরশেদ ও আজিম নামের দুই সহযোগীও। এই খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন বুধবার রাত ৩টায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালায়। প্রথমে ঘরের বাইরে শর্টগানের একটি গুলি ছুড়লে শব্দ শুনে পালিয়ে যায় আজিম। এরপর তারা ভেতরে প্রবেশ করে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে এবং গুলি করে হত্যা করে। তার অন্ডকোষও কাটা ছিল। তার সাথে থাকা মোরশেদের হাতেও কুপিয়ে যখম করার আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। শীর্ষ সন্ত্রাসী রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে তার কর্মকান্ডে এলাকার মানুষজন ছিল অতিষ্ঠ। এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজিমকে থানায় আনা হলে সে কাউকে চিনতে পারেনি বলে জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদের মোবাইলটি জব্দ করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।