গাইবান্ধায় শ্যালকের লাঠির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:০৪ পিএম
গাইবান্ধায় শ্যালকের লাঠির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহার আলী বেপারী সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজার এলাকার বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, নিহত মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারীর সঙ্গে তার শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত মোজাহার আলী বেপারী ২৪ শতাংশ জমির বিক্রয়মূল্য পরিশোধ করলেও তার শ্যালক জমিটি দলিল করে দিতে টালবাহানা করে আসছিল। সমপ্রতি নিহতের শ্যালকেরা ঢাকার কর্মস্থল থেকে এলাকায় আসেন। এসময় খাজা বেপারি সেই জমি দলিল করে দেওয়ার কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে দুলাভাই মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। 

গুরুতর আহত খাজাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে