ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত এক গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে শুরুতেই পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। উপস্থিত একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করে।
উত্তেজনার এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক হাফিজুর রহমানসহ পাঁচ থেকে ছয়জনকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গ্রেফতার দেখানো হবে কিনা, তা ডিবির জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, “লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন, সে কারণে তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রয়েছেন।”
ঘটনার সময় বৈঠকে উপস্থিত অনেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে উত্তেজনা প্রশমিত হয়নি। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বৈঠকস্থল শান্ত হয়।