সিলেট জেলা প্রশাসনের অভিযানে পুকুরে পাথরের খনির সন্ধান

এফএনএস (সিলেট): | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:২৭ পিএম
সিলেট জেলা প্রশাসনের অভিযানে পুকুরে পাথরের খনির সন্ধান

সিলেটে আবারও বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। এবার সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুর থেকে উত্তোলন করা হয়েছে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ। অভিযানে তাকে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

অভিযান চলাকালে এক্সেভেটরের সাহায্যে পুকুরগুলোর ভেতরে লুকিয়ে রাখা পাথর উদ্ধার করা হয়। প্রশাসনের ধারণা, এগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুত রাখা হয়েছিল।

সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বলেন, “আনুমানিক দেড় লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এগুলো শিগগিরই সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

এদিকে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইৎ বলেন, “এটি আমাদের ধারাবাহিক অভিযানের অংশ। অবৈধভাবে পাথর মজুত কিংবা লুকানোর যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বে জব্দ করা পাথর প্রতিস্থাপনের কাজ চলাকালে স্থানীয়ভাবে খবর আসে যে, ধোপাগুল ও লালবাগ এলাকার কয়েকটি পুকুরে বিপুল পরিমাণ পাথর লুকিয়ে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুতের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে