মাধবপুরের বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৪:১০ পিএম
মাধবপুরের বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নাজিরপুর ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল এবং ৪০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সেনা বাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায় শুক্রবার সকালে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের  নাজিরপুর পূর্ব পাড়া ব্রিজের উপরে  বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মোঃ রমজান ফকির (২৬) ও একই গ্রামের মধু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (২০)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি ভারতীয় গাজা, ৯৮ বোতল ফেন্সিডিল ও মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল জব্দ করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক মাধবপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা  জানান এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে