বিভিন্ন গণমাধ্যমে গত ২৫ আগস্ট “অপরিকল্পিত স্থাপনা নির্মান সারা বছর সড়কে জমে থাকে পানি” শিরোনামে সংবাদ প্রকাশের পর সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে পৌর প্রশাসক।
শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, প্রকাশিত সংবাদটি নজরে আসার পর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা হয়ে টরকী বন্দর বড় ব্রিজ পর্যন্ত সড়কটি পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সমস্যা সমাধানের উপায় খুঁজে নিয়েছি। পৌরসভার প্রকৌশলীকে নির্দেশনা দেয়ার পর ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। জমে থাকা পানি নিস্কাশনের জন্য পাইপ বসিয়ে খালের সাথে সংযোগ করা হচ্ছে। এছাড়া পৌরসভা থেকে কুয়েত প্রকল্পের আওতায় এ সড়কের উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে। যার অনুমোদন পেলে সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।