বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন ছাত্রনেতা মোঃ ফখরুল ইসলাম রুবেল। ফখরুল ইসলাম রুবেল এতো দিন এ কমিটির ১নং যুগ্ম আহবায়ক পদে ছিলেন।
বিগত এসএসসি পরীক্ষা চলাকালে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সানা উল্লাহ কেন্দ্রে প্রবেশ করে ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষাথীদের বিভিন্ন উপদেশ মূলক পরামর্শ দেন। কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার ওই ছবি তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে আপলোড করলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করে। এরপর পর থেকে পদটি শূন্য ছিলো।
গত ২৪ আগষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদন ক্রমে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক সহসভাপতির পর মর্যাদা মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে মোঃ ফখরুল ইসলাম রুবেলকে সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
শুক্রবার সকালে সেনবাগ প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকদের ফখরুল ইসলাম রুবেলকে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক করার চিঠিটি একটি কপি হস্তান্তর করেন।
এর আগে রাতে ফখরুল ইসলাম রুবেল উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হওয়ার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ায় ছাত্রদলের কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ,অভিনন্দন প্রকাশ করে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।