মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ফুলকুচি ৫ নম্বর ওয়ার্ডে গ্রামবাসীর উদ্যোগে আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় একটি গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলকুচি আব্দুল রহিমের দোকান সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ ও সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফুলকুচি গ্রামে দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যা চলমান রয়েছে, যা সমাধান না হলে অচিরেই গ্রামবাসী মারাত্মক ভোগান্তিতে পড়বে।
গ্রামের প্রধান সমস্যাগুলো তুলে ধরে বক্তারা বলেন-গ্রামের প্রধান সড়কটি নষ্ট করা হচ্ছে, ফলে চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। গ্রামে একমাত্র কালভার্ট ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে, এতে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক অচলাবস্থা দেখা দিচ্ছে। কে বা কারা জমি ভরাট করে প্লট ক্রয়-বিক্রয় করছে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হচ্ছে না। ময়লা-আবর্জনা নিষ্কাশনের জন্য কোনো খাল, পুকুর বা ডোবা না থাকায় শিগগিরই গ্রামবাসী পানিবন্দী হয়ে পড়তে পারে।গ্রামীণ তরুণ সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয় ও পারিবারিক অশান্তি সৃষ্টি করছে।
বক্তারা আরো বলেন, এ সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সচেতন হতে হবে।
সভায় গ্রামবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়, দ্রুত রাস্তা ও কালভার্ট সংস্কার করা, অবৈধভাবে জমি ভরাট ও প্লট বিক্রি বন্ধ করা এবং পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। একইসঙ্গে তরুণ সমাজকে মাদকের কুফল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তৃতা করেন গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ, শিক্ষিত সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ। তারা একবাক্যে বলেন, গ্রামকে রক্ষা করতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং প্রশাসনের কাছে দাবি আদায়ে ঐক্যবদ্ধ কণ্ঠে কথা বলতে হবে।
সভা শেষে গ্রামবাসী ও সুশীল সমাজের উদ্যোগে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে আগামী দিনে ধারাবাহিকভাবে আরও সভা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।