ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ আগষ্ট ) বিকেলে গোকর্ণ গ্রামবাসির উদ্যোগে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। ম্যাচে নাসিরনগর উপজেলা সদর ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে গোকর্ণ ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচ পরিচালনা করেন সাবেক ফুটবলার নাসিরউদ্দিন ছাকন চৌধুরী । ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুর রহিম ।
গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেবের সভাপতিত্বে খেলায় সাবেক ফুটবলার সৈয়দ মোহাম্মদ টিটু, খেলার স্পন্সর সৈয়দ মোহাম্মদ নোমান,শরীফ আহমেদ, মোহাম্মদ মারজান, ইসলাম মিয়া, সৈয়দ তুহিন, মোহাম্মদ সাদেক, সৈয়দ টুটন, মোহাম্মদ আবু মিয়া, সৈয়দ বাপ্পি, সৈয়দ জামান, মোহাম্মদ শের আলীসহ ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে সঞ্জিত কুমার দেব ফুটবল খেলার মতো ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা এই ধরনের আয়োজনে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।