ঢামেকে মেডিকেল বোর্ড গঠন

গুরুতর আহত নুরুল হক, মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙেছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ১১:১৪ এএম
গুরুতর আহত নুরুল হক, মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙেছে

রাজধানীতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এ অবস্থায় চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের নাকের হাড় ভাঙায় শুক্রবার রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে রক্তক্ষরণ এখন বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় নুরুল হকসহ গণ অধিকার পরিষদের বহু নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত নুরুল হককে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেলে।

ঘটনাটি নিয়ে দুই দলের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। গণ অধিকার পরিষদ বলছে, শান্তিপূর্ণ মিছিলে জাপার নেতা-কর্মীরা আগে হামলা চালান। অপরদিকে জাপার দাবি, গণ অধিকার পরিষদের কর্মীরাই তাদের ওপর হামলা করে পরিস্থিতি অশান্ত করে তোলে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে তারা বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের ওপর লাঠিচার্জ চালান। এতে নুরুল হকসহ শতাধিক নেতা-কর্মী আহত হন এবং অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ জানান। কিন্তু কিছু নেতা-কর্মী সহিংসতা চালিয়ে পরিস্থিতি আরও অশান্ত করে তোলে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে, মশাল মিছিল বের করে এবং কয়েকটি স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে নুরুল হকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে