মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে অস্ত্র মামালার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে র্যাব- ১০।
র্যাব- ১০ সূত্রে জানা যায়, গতকাল ২৯ আগস্ট রাত আনুমানিক ২০:৩৫ ঘটিকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জ জেলার পদ্মা উত্তর থানাধীন মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে।
অভিযানে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় দায়েরকৃত অস্ত্র মামলা (মামলা নং- ১৩, তারিখ- ২২/০৮/২০১৬, ধারা- ১৯-ধ অস্ত্র আইন ১৮৭৮) অনুযায়ী সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ সোহেল মোল্লা (৩২), পিতা- মোঃ চুন্নু মিয়া, সাং- কান্দিপাড়া, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে র্যাব সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে র্যাব-১০ এর অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#