ঝিনাইদহে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৩:২৩ পিএম
ঝিনাইদহে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মিছিলটি শহীদ মিনার চত্বর হতে বের হয়ে শহর ঘুরে পায়া চত্বরে এসে সংক্ষিপ্ত  সমাবেশ করে।হামলার খবর ছড়িয়েপড়লে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। 

মিছিলে ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান,জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৮ ও ২৪ এর কোটা আন্দোলনের নেতাদের উপর হামলা করে দমিয়ে রাখা যাবে না। গণঅভ্যুত্থানের এক বছর পর এসে এই ধরনের হামলা মেনে নেওয়া যায় না। 

বক্তারা আরো বলেন,ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর যে হামলা হয়েছে, তা আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টি মিলে করেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।

আপনার জেলার সংবাদ পড়তে