সিলেটে

গুম প্রতিরোধ দিবসে নিখোঁজ ব্যক্তিদের ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৩৩ পিএম
গুম প্রতিরোধ দিবসে নিখোঁজ ব্যক্তিদের ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নিখোঁজ ব্যক্তিদের ফেরত পাওয়ার দাবিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। গুম হওয়া নেতাকর্মীদের পরিবার ও বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গুম হওয়া স্বজনদের দ্রুত ফেরত দেয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নেতা ড. এনামুল হক চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক সিদ্দিকী, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাঈদ এবং গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের ভাই ইশতিয়াক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

বক্তারা বলেন, গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। নিখোঁজ পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা ও কান্না এখন দেশবাসীর বিবেককে নাড়া দিয়েছে। অবিলম্বে গুম হওয়া সব নেতাকর্মীকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে বিএনপি, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে