নুরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৫৫ পিএম
নুরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপি নেতারা

রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে বিএনপি নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আইসিইউতে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মঈন খান বলেন, “নুরের ওপর নির্মম হামলার ঘটনা দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে কথা বলেছেন। তার প্রতি এ ধরনের আচরণ নিন্দনীয় এবং অবিলম্বে ঘটনার তদন্ত হওয়া উচিত।” তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্বে নুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান উপেক্ষা করার সুযোগ নেই।

এর আগে শনিবার সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে নুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মশাল মিছিল শেষে সংবাদ সম্মেলনের সময় তাদের ওপর হামলা চালানো হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করলে নুরসহ শতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুতর আহত নুরকে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের চোখের ওপরে আঘাত, মাথায় হালকা রক্তক্ষরণ এবং নাকে গুরুতর জখম রয়েছে। শুক্রবার রাতেই ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা আইসিইউতে নুরের চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন। চিকিৎসকরা জানান, নুরের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও অন্তত ৪৮ ঘণ্টা না গেলে ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব নয়।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দিবাগত রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নুরের ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময়ে আছি। এই পরিস্থিতিতে সহিংসতার কোনো স্থান নেই। সরকারের উচিত দ্রুত এই ঘটনার তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা।” একইসঙ্গে তিনি সকল রাজনৈতিক পক্ষকে সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

নুরের ওপর হামলার ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের কর্মীরা বিক্ষোভ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে