শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৩:৫৮ পিএম
শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা চাচাতো-জেঠাতো বোন এবং স্থানীয় সাইদুর রহমান মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

নিহতরা হলো-গাজিরখামার ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক মাশেক আলীর মেয়ে ফাহিমা আক্তার  (১২) ও একই গ্রামের অটোরিকশা চালক জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেলে বিলের মাঝে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে