মেহেরপুরে ৩০টি আমগাছ কাটার ঘটনায় মামলা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৪:৪৯ পিএম
মেহেরপুরে ৩০টি আমগাছ কাটার ঘটনায় মামলা

মেহেরপুরে চিকিৎসক মাহফুজ্জামান রতনের ৩০টি আমগাছ কেটে দেয়া হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পৌর কলেজ সংলগ্ন ঝাউবাড়িয়া সড়ক এলাকায় ৯ শতক জমির উপর লাগানো ৩০টি আম ও ৩টি কলাগাছ কেটে দেয়া হয়। এঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এরিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট মঙ্গলবার তারিখে মেহেরপুর নতুন পাড়ার ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ডাঃ মোঃ মাহফুজ্জামান ৯ শতক ৯ পয়েন্ট জমি সহ ৩০টি আমগাছ ক্রয় করেন। 

জমি ও গাছ কেন বিক্রি করা হয়েছে এমন দাবি করে হঠাৎ গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জমি বিক্রেতা জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে সদর উপজেলার শ্যামপুর গ্রামের নুরুল হকের ছেলে শামীম হোসেন, মেহেরপুর শহরের নতুন পাড়ার আব্দুল জব্বারের ছেলে জহিরুল ইসলাম বাবু, কাবাইতুল্লাহর ছেলে ফজলুল হক ও ফজলুল হকের ছেলে ডিটু সহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে হত্যার হুমকি দেয় এবং বাগানের গাছ কাটার হুমকি দেয়। পরদিন ২৯ আগস্ট সকালে জাহাঙ্গীর জানতে পারেন রাতের মধ্যে তার বিক্রিত জমির বাগানের প্রায় ৩০টি আমগাছ ও ৩টি কলাগাছ কেটে ফেলা হয়েছে এবং ভাংচুর করা হয়েছে তার দিয়ে ঘেরা জমির সীমানা। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে জমির মালিকের। পরে বিষয়টি বর্তমান জমির মালিক ডা: মো: মাহফুজ্জামান রতনকে জানালে তিনি জমির পূর্বের মালিক জাহাঙ্গীরের তথ্য’র ভিত্তিতে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

একটি সূত্র জানিয়েছে, জমি বিক্রেতা জাহাঙ্গীর ও মামলার আসামীদের সাথে জমিজমা বিরোধ রয়েছে। বিরোধের জেরে গাছ কর্তন ও সীমানা দেয়া তারের বেড়া ভাংচুর করা হয়েছে। 

বর্তমান জমির মালিক ডাক্তার মাহফুজ্জামান রতন বলেছেন,তিনি কাগজ পত্র দেখে জমি ক্রয় করেছেন। জমি বিক্রেতা জাহাঙ্গীদের সাথে মামলার আসামীদের যে কোন বিষয়ে বিরোধ থাকতে পারে। কিন্তু তাদের বিরোধের জেরে আমার আম বাগান কেটে তসরুপাত করবে এটা কোন ভঅবে হতে পারে না। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জি এম রানা বলেন, ডাঃ মোঃ মাহফুজ্জামানের ৯ শতক ৯ পয়েন্ট জমি সহ ৩০টি আম ও ৩টি কলাগাছ কেটে ফেলা হয়েছে এমন অভিযোগে ৪ জনের নামের একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৩১ তাং ২৯.০৮.২৫ ইং। মামলাটি তদন্ত ও আসামী গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে চার্জশীর্ট দেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে