জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির পক্ষ থেকে শনিবার উত্তরা এলাকায় জিএম কাদেরের বাসভবনের সামনে কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকটি দাবি তোলেন সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ। এক পর্যায়ে তিনি বলেন, জাতীয় পার্টি পরপর তিনটি নির্বাচনকে যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, অতিদ্রুত তদন্তের মাধ্যমে তাদেরও নিষিদ্ধ করতে হবে।
পরে তিনি আরও বলেন, আজকে এই মঞ্চ থেকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।