ওইডঋ কালিয়াইশ ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৫:৩০ পিএম
ওইডঋ কালিয়াইশ ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত

ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে কালিয়াইশ রাজমহল কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি সাইফুদ্দীন মুহাম্মদ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আই বি ডব্লিউ এফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইবরাহিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কালিয়াইশ ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, আলী আহমদ প্রাণহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সোলাইমান, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মোহাম্মদ দিদারুল আলম, ইউনিয়ন শাখার উপদেষ্টা আবুল বশর জিহাদী, ব্যাংকার এনামুল হক, উপজেলা প্রচার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন প্রমূখ।

সাইফুল ইসলাম আদিলের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল এগারোটায় সম্মেলন শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন অধ্যাপক মুহাম্মদ আমীরুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্য হতে নিজেদের ব্যবসার পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও উদ্যোক্তা আবু ছৈয়দ, আবু জাফর, নন্দন কুমার দাশ, আনিসুল আলম, মোঃ ইদ্রিস মিয়া, মোহররম আলী, রবিউল হাসান, শহিদুল ইসলাম চৌধুরী, জাকারিয়া কাইসার, মোঃ হারুন, মোঃ নজুম উদ্দীন, মোঃ নুরুল আমিন, আবু ইউসুফ, রাকিকুল হাসান ছোটন, নারায়ণ মুহুরী ও মোহাম্মদ আলমগীর। সম্মেলন শেষে সংগঠনের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠিত হয়। এতে ৭ জন বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩৮ জন বিশিষ্ট কার্যকরী কমিটি গঠণ করা হয়।

উপদেষ্টাগণ হলেন- সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, শিক্ষাবিদ মোঃ সোলাইমান, ব্যাংকার মোঃ এনামুল হক, সমাজ সেবক মোঃ নাজিম উদ্দীন, মাওলানা কাজী নজরুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ হাসান।

সাইফুদ্দীন মোহাম্মদ খালেদকে সভাপতি এবং মোহাম্মদ আবু জাফরকে সেক্রেটারী করে গঠিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি (যথাক্রমে) মোঃ আবু ছৈয়দ, সাইফুল ইসলাম আদিল, আনিসুল আলম, মোঃ ইদ্রিস মিয়া, ফোরক আহমদ, আনোয়ার হোসেন, সাদেক হোসেন, এরশাদ হোসেন ও জহির উদ্দিন। এসিস্ট্যান্ট সেক্রেটারী যথাক্রমে মোহরম আলী, রবিউল হাসান ও শহিদুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জাকারিয়া কায়সার ও মোহাম্মদ হারুন। অর্থ ও সহ-অর্থ সম্পাদক যথাক্রমে মোঃ নজুম উদ্দীন ও মোঃ নুরুল আমীন। দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক যথাক্রমে মোঃ আবু ইউসুফ ও মোঃ আবুল মনসুর। প্রচার ও সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান ছোটন ও বাদশা মিয়া। যুব ও ক্রীড়া সম্পাদক নেওয়াজ উদ্দীন রিফাত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইরফান উদ্দীন, প্রবাসী কল্যাণ সম্পাদক ছাদেক মোঃ সায়েম, শিক্ষা বিষয়ক সম্পাদক নন্দন কুমার দাশ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সোহেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী। সদস্য হোসাইন কবির, মোঃ নুরুল আলম, আলমগীর হোসেন, হারাধন দাশ, রেজাউল করিম লিটন, মোঃ মুসা সওদাগর, মোঃ নাজিম উদ্দীন, মোঃ মিনার হোসেন, মোঃ জাফর সওদাগর এবং নারায়ণ মহুরী।

আপনার জেলার সংবাদ পড়তে