ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রজনতার বিক্ষোভ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৫:৩১ পিএম
ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রজনতার বিক্ষোভ

ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলা, সারাদেশব্যাপী মব সন্ত্রাস ও ছাত্র-জনতার ওপর দমন-নিপীড়নের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) বিকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, "দেশজুড়ে বিরোধী মতকে দমন করতে ছাত্রনেতাদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এটি গণতন্ত্র ও -^াধীন মত প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ।"

বক্তারা আরও বলেন, "ভিপি নুরুল হক নূরের ওপর হামলা একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।"

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-জনতা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে মব সন্ত্রাস বন্ধ এবং ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বৈশম্য বিরোধী ছাত্র নেতা আহমদ নিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিপ্লবী জুলাই যুদ্ধা অভিভাক আব্দুস শহিদ খান, সিলেট নগর গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সভাপতি তানজিনা বেগম, এনসিপি কেন্দ্রীয় কমিটি শ্রমিক উইং সংগঠক শিব্বির আহমদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহন, এনসিপির জাতীয় যুব শক্তি জেলার সংগঠক মাজেদ আহমেদ চৌধুরী, ইসলামি ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি মুরশেদ চৌধুরী, সিলেট মহানগর যুব শক্তির নেত্রী ফাহিমা আক্তার মাহী, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা  শিক্ষার্থী মো: নুর ইসলাম খান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে