নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সেরা সংগঠকদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় মিলনমেলায় রক্তদাতাদের অবদান তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মকে মানবিক কাজে উৎসাহিত করার আহ্বাজানানো হয়।
নাগেশ্বরী ব্লাড ব্যাংকর সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সমন্বয় পরিবারের সমন্বয়ক হাফিজুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, গণ মাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয় )এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণ), আব্দুস ছালাম (চ্যানেল এস), লতিফুর রহমান লিংকন (মাইটিভি ও দৈনিক খোলা কাগজ), নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক লিটু মিয়া, ছিনাই মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কুড়িগ্রাম মানবিক সোসাইটির সভাপতি হোসেন আলী প্রমুখ।