আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য রংপুরের পীরগাছায় আনসার-ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে এ প্রক্রিয়া শুরু হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি রংপুর জেলা কমান্ডেন্ট রাশেদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌসী আক্তার, রংপুর সদর কর্মকর্তা বিজন দত্ত, প্রশিক্ষক আল আমিন ও প্রশিক্ষিকা হামিদা বেগম। এদিন ১৫০ জন মহিলা ও ৩১৫ জন পুরুষকে বাছাই করা হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রতি বছরের মতো এবারও আমরা পর্যাপ্ত আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করব। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না।