গাজীপুরের কাপাসিয়া উপজেলার 'কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি'র নির্বাচন ৭৬ বছর পর প্রথম জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
১৯৪৯ সালে ২৮ মে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর এই সমিতির অধীনে প্রায় সাড়ে সাত'শ সদস্য (ভোটার) ছিল। বর্তমানে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৩ জন। ভোট কাস্ট হয়েছে ৩১৪ টি। মোট ৯টি পদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন কাপাসিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছানাউল্লাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন মোঃ কামাল হোসেন মোল্লা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইলিয়াস উদ্দিন সরকার মিঠু। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ক-অঞ্চলের মোঃ ফকরুল আলম, খ-অঞ্চলের সদস্য ছোলমান মিয়া, গ-অঞ্চলের হাবিবুর রহমান মোড়ল। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ঘ-অঞ্চলের পদ শূন্য রয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য সমিতির কর্মকান্ড পরিচালনার দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির
সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, এআরডিও সায়েম আল সুমন, সমবায় ইন্সপেক্টর হাসান ইমাম।
অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা, সমবায়ের পরিদর্শক রায়হান।