বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৮:১৮ পিএম
বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন । গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্নগোপনে ছিলেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, তিনি রাজনৈতিক ও বিস্ফোরক আইনে দুটি মামলার আসামী। এ দুটি মামলায় আটক দেখিয়ে তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে