বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনায় জানিয়েছে, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা যাবে। এর বাইরে নিবন্ধিত সিমগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে বাতিল করতে হবে। সময়সীমার পর অতিরিক্ত সিম ব্যবহার অবৈধ হিসেবে গণ্য হবে এবং ব্যবহারকারীকে আইনি জটিলতায় পড়তে হতে পারে।
বিটিআরসি সূত্রে জানা গেছে, সাইবার অপরাধ দমন, অবৈধ সিমের অপব্যবহার রোধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে সিম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে ২০১৭ সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সীমা কমিয়ে ১০টিতে নামিয়ে আনা হয়েছে।
গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে \*১৬০০১# ডায়াল করতে পারবেন। ফিরতি এসএমএসে নিবন্ধিত সিম নম্বরগুলো জানিয়ে দেওয়া হবে। যদি কোনো সিম নিজের না হয়, অতিরিক্ত থাকে বা অপ্রয়োজনীয় হয়, তবে সংশ্লিষ্ট অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের মাধ্যমে তা বাতিল করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিমের কারণে আর্থিক জালিয়াতি, প্রতারণা, সামাজিক অপরাধ ও বিভিন্ন সাইবার হুমকি তৈরি হয়। এসব ঝুঁকি কমিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই নতুন এ সীমা কার্যকর করা হচ্ছে।