পিরোজপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫২ এএম
পিরোজপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাক এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ মঙ্গলবার পিরোজপুরে পালন করা হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০ টায় ইত্তেফাক পিরোজপুর ব্যুরো অফিসের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।m অনুষ্ঠানে পিরোজপুরের  জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।  মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে ইত্তেফাকের উল্লেখযোগ্য ভুমিকার কথা তুলে ধরা ছাড়াও ইত্তেফাককে দেশের একটি অনন্য সাধারন পত্রিকা হিসেবে উল্লেখে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।  ইত্তেফাকের পিরোজপুর এর ব্যুরো চীফ মোঃ মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম অ্যাডভোকেট, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও নারী নেত্রী খালেদা আক্তার হেনা বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে