কুমিল্লার হোমনায় ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল থেকে এ কার্যক্রমে প্রায় ৫শ' জন সাধারণ মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রয় প্রতিনিধি জানায়, এবার ভ্রাম্যমাণ ট্রাকসেলে কোনো কার্ডের প্রয়োজন নেই। সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই বিক্রয় কার্যক্রম।
এ সময় ২ কেজি মসুর ডাল ৭০ টাকা করে ১৪০টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা করে ২ লিটার ২৩০ টাকা এবং চিনি ১ কেজি ৮০ টাকায় বিক্রয় করা হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য ক্রেতারা জানান, এখানে বাজারমূল্যের তুলনায় দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি মিলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, নিম্ন ও মধ্যবিত্তরা যাতে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সে জন্য টিসিবির এই ট্রাকসেল কার্যক্রম চালু করা হয়েছে। বিশেষ করে এবারের এই কার্যক্রমটি সবার জন্য উন্মুক্ত; কোনো কার্ডের প্রয়োজন নেই।