শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাজাসহ আটক ৩

এফএনএস (মোঃ খকরুল আলম; শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৩:৩৪ পিএম
শায়েস্তাগঞ্জে ৩০ কেজি গাজাসহ আটক ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। রোববার ভোরে শায়েস্তাগঞ্জ পুরান বাজারে হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ সড়কের উপরে ক্রয়- বিক্রয়ের সময় গাজাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের চান মিয়ার ছেলে শান্ত মিয়া(২২), আফসর আলীর ছেলে কদর আলী হেলাল(২৫) এবং একই উপজেলার দক্ষিণ আমকান্দি গ্রামের আনোয়ার আলীর ছেলে মোহাম্মদ আলী(৩৫) কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে