কক্সবাজার-৩ সংসদীয় আসনে চলছে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) :
| আপডেট: ৩১ আগস্ট, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৪:১৩ পিএম
কক্সবাজার-৩ সংসদীয় আসনে চলছে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম

কক্সবাজারের তৃণমূল পর্যায়ে চলছে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। এতে করে উজ্জীবিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বিশেষ করে গত কয়েকদিনে কক্সবাজার পৌরসভা, সদর উপজেলা, রামু ও ঈদগাঁও উপজেলায় এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। 

এসব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ সংসদীয় আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জনগণের কাছে দলের ভাবমূর্তি উজ্জল করতে কাজ করতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান। 

বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেন. বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আপনারাই বিএনপির মূল চাবিকাঠি, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, দলের ভিতরে থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন অনিয়ম করতে দেওয়া হবে না। বিএনপিতে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদার ব্যক্তির জায়গা হবে না।

এসব অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির টীম প্রধান সেলিনা সুলতানা নীশিতা বলেন, আওয়ামীলীগ কখনোই আর বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে না। আর তাই আগামী দিনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক জিয়ার নির্দেশেই বিএনপি গঠন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে