ভূরুঙ্গামারীতে ২ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৬:১০ পিএম
ভূরুঙ্গামারীতে ২ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কীং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ৪০ প্রশিক্ষনার্থীকে সম্মানী ও সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিেত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে খোকন সরকার ও প্রশিক্ষণার্থী বৃন্দ। উল্লেখ্য, প্রযুক্তি নির্ভর যুব শক্তি গড়তে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি ইমপাওয়ারম্যান্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে