কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে

রেল অবরোধ তুলে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৬:১৮ পিএম
রেল অবরোধ তুলে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে চার ঘন্টা পর রেল অবরোধ তুলে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে জব্বারের মোড় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে। বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। পরে হাওর এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা আটকে রেখে ছাড়ে শিক্ষার্থীরা। পরে দুপুর একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীরা।

এসময় ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে জেলা প্রশাসক মো.মফিদুল আলম, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম ঘটনাস্থলে এসে কৃষি উপদেষ্টার সাথে কথা বলে আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে যেতে আশ্বস্ত করেন। কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ এনাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এসব দাবিতে গত ৬ মাস ধরে আন্দোলন করছি। প্রশাসন না মানায় রেলপথ অবরোধ করেছি। এতে ভোগান্তির জন্য আমরা আন্তরিক দুঃখিত। জেলা প্রশাসক মহোদয় এসে কৃষি উপদেষ্টার সাথে আগামী মঙ্গলবার আমাদের প্রতিনিধি দলের বৈঠকের ব্যবস্থা করায় অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

জেলা প্রশাসক মো.মফিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু রেলপথ অবরোধ করে আন্দোলনের কারণে ভোগান্তি সৃষ্টি হয়েছিল। পরে সেখানে গিয়ে কৃষি উপদেষ্টার সাথে কথা বলে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তারা আন্দোলন তুলে নিয়েছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে ভোগান্তি সৃষ্টি হয়। শিক্ষার্থীরা চার ঘন্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের যাত্রী হোসনে আরা বলেন, আন্দোলন মানেই রাস্তা এবং রেলপথ অবরোধ এটা কেমন। পুরো ট্রেনের যাত্রীরা তিন ঘন্টা ট্রেনের মধ্যে ভোগান্তি পুহিয়েছে। অনেক যাত্রী অসুস্থ ছিল, তারা আরও বেশি সমস্যায় পড়ে। এমন কর্মকাণ্ড কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়।

আপনার জেলার সংবাদ পড়তে