রাণীনগরে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকের বিচার ও অপসারনের দাবি

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) :
| আপডেট: ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০১ পিএম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০১ পিএম
রাণীনগরে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকের বিচার ও অপসারনের দাবি

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে লিখিত অভিযোগসহ ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকে। এক পর্যায়ে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি),থানাপুলিশ এবং শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে পরিস্থীতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। 

স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক আনোয়ার হোসেন বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন অভিযোগ উঠে। এর জের ধরে রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে এবং একপর্যায়ে উত্তেজনা ব্যপক আকার ধারন করে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল,জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ঘটনাস্থলে যান। এর পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয়। 

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন,বিদ্যালয়ে ২০বছর ধরে সুনামের সহিত শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে শ্লীলতাহানীর যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন,এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠরা নির্দেশ দিয়েছেন।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন,কৃষি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষক এবং ম্যানিজিং কমিটিকে বলা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন,ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যায়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করছিল। এক পর্যায়ে বিদ্যালয়ে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরলে খবর পেয়ে থানাপুলিশ,জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ে গিয়েছিলাম। পরে শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু বিচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ম্যানিজিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে