বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ভেটেরিনারি ও পশু পালন অনুষদের একক কম্বাইন্ড ডিগ্রির পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৩১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সকাল থেকেই অডিটরিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করেন শিক্ষার্থীরা।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় দুপুর ১টায় উপাচার্যসহ উপস্থিত সকল শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এতে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ হয়ে আছেন ওই শিক্ষকরা। এই নিউজটি লেখার পর্যন্ত শিক্ষকরা অবরুদ্ধ হয়ে আছেন।
একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং দুই অনুষদের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি- এই তিনটি ডিগ্রিই থাকবে।
তবে দুই অনুষদের সিংহভাগ শিক্ষার্থীরা তিন ডিগ্রি মেনে নেয়নি। তারা চায় একক কম্বাইন্ড ডিগ্রি। ফলশ্রুতিতে শিক্ষকদের তারা অবরুদ্ধ করে রেখেছেন। সিদ্ধান্ত ঘোষণার পর দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়াসহ সভায় উপস্থিত বিভিন্ন অনুষদের দুই শতাধিক জন শিক্ষক ভেতরে আবদ্ধ হয়ে পড়েন। চার ঘন্টা যাবত আটকা পড়ে আছেন শিক্ষকবৃন্দ। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্ত মানতে রাজি নন। তাঁরা এক পেশায় এক ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।